তরুণ সমাজসেবক দেলোয়ার হোসেনের প্রবাস গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ৯:০৯:৪৯,অপরাহ্ন ০৪ জুন ২০২১
বিশেষ প্রতিনিধি :: আজ (০৪/০৬/২১ইংরেজী, শুক্রবার) রক্তদান সামাজিক সংগঠন হিংগাজিয়া বৃহত্তর কুলাউড়া’র অন্যতম শুভাকাঙ্ক্ষী, নিয়মিত রক্তদাতা, তরুন সমাজসেবক দেলোয়ার হোসেনের প্রবাস গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনার আয়োজন করে রক্তদান সামাজিক সংগঠন হিংগাজিয়া বৃহত্তর কুলাউড়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুণ সমাজসেবক সংগঠনের অন্যতম শুভাকাঙ্ক্ষী ডাঃ শেখ দেলোয়ার উস শাহাদাৎ রিয়াজ, সংগঠনের সভাপতি অয়েছ আহমদ, আবুল কালম খালেদ, আঃ হাই মিছবাহ, শেখ সজিব, শেখ পারভেজ, সানাদ, রনি, সবুজ, শাহীন, মোতালিব, আশিদ আলী, পারভেজ, আক্তার, শ্যামল, হাসান সহ সকলকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন । সংক্ষিপ্ত আলোচনা শেষে সবাই দেলোয়ার হোসেনের হাতে বিদায়ী সম্মাননা স্মারক তুলে দেন।