মৌলভীবাজারে প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে উদ্বুদ্ধকরণ
প্রকাশিত হয়েছে : ৩:১৪:৩৮,অপরাহ্ন ০৫ ডিসেম্বর ২০২২
শাহজাহান সাজু, মৌলভীবাজার জেলা প্রতিনিধি::
মৌলভীবাজারে প্রবাসীদের বৈধভাবে রেমিটেন্স (প্রবাসী আয়) প্রেরনে উদ্বুদ্ধকরন সংক্রান্ত প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে প্রবাসীরা বৈধভাবে তাদের আয় পাঠানোর জন্য উদ্বুদ্ধকরন সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
সভায় উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান কর্মকর্তা মোশাররফ হোসেন, স্থাণীয় সরকার উপপরিচালক মল্লিকা দে,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) তানিয়া ইসলাম, অতিরিক্ত জেলাপ্রশাসক(শিক্ষা ও আইসিটি) জাহিদ আক্তারসহ টেলিভিশন ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ।
সভায় জানানো হয় ২০০৫ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত প্রবাসে আছেন ২ লক্ষ ৫ হাজার ২৪জন।