কুলাউড়ায় বন্যার্ত মানুষের মাঝে খাবার বিতরণ
প্রকাশিত হয়েছে : ৭:৩৪:৪৯,অপরাহ্ন ২৭ জুন ২০২৪
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: যুক্তরাজ্যস্থ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সাধারন সম্পাদক খন্দকার মো: আব্দুল করিম নিপুর অর্থায়নে কুলাউড়ার বন্যার্ত এলাকায় দূর্গত মানুষের মধ্যে তৈরীকৃত খাবার ওষুধ ও বিশুদ্ধ পানি বিতরন করা হয়। ২৭ জুন বৃহস্পতিবার দুপুরে রাবেয়া সরকারী আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে কায্যক্রমের উদ্ভোধন করেন কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: মছব্বির আলী। এ সময় বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন রিপন, দৈনিক সমকালের প্রতিনিধি সৈয়দ আশফাক তানভীর, দৈনিক মৌমাছি কণ্ঠের স্টাফ রিপোর্টার হাসান আল মাহমুদ রাজু, সমাজকর্মী খন্দকার মো: আব্দুর রহিম টিপু প্রমুখ।
উল্লেখ্য. দিনব্যাপী ১৫টি আশ্রয় কেন্দ্রে প্রায় এক হাজার প্যাকেট তৈরীকৃত খাবার ওষুধ ও বিশুদ্ধ পানি বন্যার্ত মানুষের মধ্যে বিতরন করা হয়।