গুণীজন ও প্রবাসীদের সংবর্ধনা দিলো বরমচাল অনলাইন প্রবাসী সোসাইটি গ্রুপ
প্রকাশিত হয়েছে : ১:১৭:১১,অপরাহ্ন ১৪ সেপ্টেম্বর ২০২১
কুলাউড়া প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের প্রবাসীদের নিয়ে সামাজিক সংগঠন বরমচাল অনলাইন প্রবাসী সোসাইটি গ্রুপের পক্ষ থেকে গুণীজন সম্মাননা ও স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রবাসীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার (১৩সেপ্টেম্বর) সন্ধ্যা ৮টায় সংগঠনের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মো. সেবু উদ্দিনের অর্থায়নে বরমচাল কালামিয়ার বাজারস্থ সিরাজী হোটেল এন্ড রেস্টুরেন্টে এ সংবর্ধনা ও সম্মাননা দেয়া হয়।
অনুষ্টানে বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী হাজী আনার উদ্দীন এর সভাপতিত্বে ও ছাত্র নেতা ফয়েজ উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. খোরশেদ আহমদ খাঁন (সুইট)।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরমচাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান, বীর মুক্তিযোদ্ধা মাসুক মিয়া, ভাটেরা সাইফুল তাহমিনা আলীম মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাইফুল আলম সিদ্দিকী শেফুল, বিশিষ্ট সমাজসেবক জয়নুল ইসলাম (জুনেদ), বরমচাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির (মুক্তার), সমাজসেবক মুফিজ খাঁন, ফুলেরতল বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সাধারন সম্পাদক হেলাল খাঁন, ব্যবসায়ী আব্দুল জহুর ডেন, কুলাউড়া উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও বরমচাল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন খছরু, কবি ও সাহিত্যিক তোফায়েল হোসেন খাঁন জমসেদ, ভাটেরা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক মো. আলী চৌধুরী তরিক, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক সাংবাদিক এনামুল আলম, ৪নং ইউপি সদস্য আশরাফুল ইসলাম রাজিব, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শাবাজ আলী, সদস্য রিয়াজ উদ্দিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সাধারন সম্পাদক সাইদুল হাসান সিপন, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল বারী সোহেল, অনুলিপি কুলাউড়ার এডমিন আশিকুল ইসলাম বাবু, আজহার মুনিম শাফিন, বিশিষ্ট সমাজসেবক আরজদ আলী, প্রবাসী খালেদ সিদ্দিকী, আব্দুল হাকিম ইমরান, ফরহাদ আহমদ, সামাদ খান, রিয়াজ উদ্দিন, সিমুল খাঁন, মোঃ সিপারুল ইসলাম রাহাদ, শুভাকাঙ্খীদের মধ্যে বেলাল আহমদ, তারেক আহমদ, তাজেল তালুকদার, পলিট মিয়া, জসিম, রুহেল আহমদ, তানভীর সহ এলাকার গন্যমান্য আরও অনেকেই উপস্থিত ছিলেন।
সম্মাননা স্মারক হিসেবে যাদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয় বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. খোরশেদ আহমদ খাঁন (সুইট), বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী হাজী আনার উদ্দীন, বরমচাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান, ভাটেরা সাইফুল তাহমিনা আলীম মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাইফুল আলম সিদ্দিকী শেফুল, ইউপি সদস্য আশরাফুল ইসলাম রাজিব সহ প্রবাসী সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শাবাজ আলী, মো. আব্দুর রব, খালেদ সিদ্দিকী, সিপারুল ইসলাম রাহাদ, আব্দুল হাকিম ইমরান, ফরহাদ আহমদ, সামাদ খান, রায়হান খাঁন শিমুল।