আমিরাতে কাতার-বাংলাদেশ চেম্বারের সভাপতি আহমেদ রিয়াজকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১:১৯:২৬,অপরাহ্ন ২৫ নভেম্বর ২০১৯
সাইফুল কবির, দুবাই থেকে ::
সংযুক্ত আরব আমিরাতে সফররত কাতার বাংলাদেশ চেম্বারের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী বড়লেখার সন্তান আহমেদ রিয়াজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (২২নভেম্বর ) আবুধাবির জনতা রেস্টুরেন্টের হলরুমে সিলেট প্রবাসী সমিতি ইউএই’র উদ্যোগে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।
এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ নজরুল ইসলাম।
সমিতির সাধারণ সম্পাদক সুহেল আহমেদ স্বপন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংবর্ধিত অতিথি কাতার বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি আহমেদ রিয়াজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক আবুধাবি শাখার ব্যবস্থাপক মুহাম্মদ আব্দুল হাই।
অন্যদের মধ্যে বক্তব্য দেন বড়লেখা প্রবাসী ঐক্য পরিষদ আরব আমিরাত শাখার সাধারণ সম্পাদক আজিম মাহমুদ, সিলেট বিভাগ প্রবাসী সমিতির জ্যেষ্ঠ সহ-সভাপতি জাহাঙ্গীর খান, জেষ্ঠ সহ-সভাপতি মাষ্টার এস কে আলাউদ্দিন, উপদেষ্টা আমিনুল ইসলাম খাজা, সহসাংগঠনিক সম্পাদক খসরুল ইসলাম, সহসাংগঠনিক তোফায়েল আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক ফয়সাল আলম চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মইনুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক আল আমিন, মুহাম্মদ রায়হান, মুহাম্মদ রুবেল প্রমুখ।