দুবাইয়ে প্রবাসীদের জন্য অর্থনৈতিক মুক্তাঞ্চল গঠনের দাবি
প্রকাশিত হয়েছে : ৯:৪৪:৩৫,অপরাহ্ন ১৯ নভেম্বর ২০১৯
প্রবাস ডেস্ক :: লুৎফুর রহমান, আমিরাত থেকে:
দেশে প্রবাসীদের জন্য একটি অর্থনৈতিক মুক্তাঞ্চল গঠনের দাবি জানানো হয়েছে। সেই সঙ্গে প্রবাসীদের দেশে বিনিয়োগ করার জন্য এই অঞ্চলে সুযোগদানের জন্য অনুরোধ করা হয়েছে।
রোববার দুবাইয়ের একটি অভিজাত হোটেলে এই আয়োজন করে প্রবাসী বড়লেখা সমাজকল্যাণ পরিষদ। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি জাকির হোসোইন হাফিজ।
সাংবাদিক লুৎফুর রহমান ও তিশা সেনের পরিচালনায় সম্মানিত অতিথি ছিলেন কাতার বাংলাদেশ চেম্বারের সভাপতি আহমেদ রিয়াজ ও মৌলভীবাজারের বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন। এ সময় আরও বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলু, কামরান আহমদ, শাহেদ আহমদ, আব্দুল হক ও সিলেটবাসীর পক্ষে বক্তব্য রাখেন দেলওয়ার হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে প্রবাসী বড়লেখা সমাজকল্যাণ পরিষদ ছাড়াও নানা সংগঠনের পক্ষ থেকে দুজন সিআইপিকে সম্মাননা স্মারক ও মানপত্র প্রদান করা হয়। এ সময় বাংলাদেশ এবং কাতার থেকে আগত অতিথিদেরও সম্মাননা স্মারক প্রদান করেন আয়োজক সংগঠন।