প্যারিসে গল্লাসাংগন গ্রামবাসীর মিলনমেলা
প্রকাশিত হয়েছে : ১:১৭:৩৭,অপরাহ্ন ০২ নভেম্বর ২০১৯
গ্রামের মধ্যে কলেজ স্থাপন, মাদ্রাসা পরিচালনায় সহযোগিতা, খেলার মাঠ, স্কুলের উন্নয়নে সহায়তা, গ্রামের রাস্তাঘাটের উন্নয়ন ও সর্বোপরি অসহায় দরিদ্র মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে মতবিনিময় সভায় সকল প্রবাসীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। এ সময় দীর্ঘদিন পর একই গ্রামের প্রবাসীদের একে অন্যের সাথে দেখা হওয়াতে এক আনন্দঘন পরিবেশ তৈরী হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রবীণ মুরব্বি মুজিবুর রহমান। সভা পরিচালনা করেন যৌথভাবে আজিম উদ্দিন বাবু ও মাসুম আহমদ।
এ সময় বক্তব্য রাখেন খলিলুর রহমান, চুনু মিয়া, আব্দুস শাকুর, লাল মিয়া, করিম উদ্দিন, আজিম বাবু, তাজুল ইসলাম, ফজলুল করিম বুল্বুল, নাজিম উদ্দিন, ইসলাম উদ্দিন খান, লোকমান হোসেইন, জামাল হোসেন, নজরুল ইসলাম, খলিলুর রহমান, সামসুল ইসলাম, সাইফুর রহমান, মিজানুর রহমান দেলোয়ার, বাবর, বাবর হোসেইন বাবু, সালমান খান, সুফিয়ান, মাসুম, সপন আহমদ, জসিম উদ্দিন, আসাদ খান, রুকন, খোকন, সিদ্দিক, রিমন, হোসেন, সাঈদ, সিদ্দিক ও এমরান প্রমুখ।
মতবিনিময় সভায় উপস্থিত সবাই গ্রামে কলেজ স্থাপনের পাশাপাশি বাংলাদেশের মধ্যে ইউরোপের আদলে একটি মডেল গ্রাম স্থাপন করতে ঐক্যবদ্ধভাবে সবধরণের সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।