বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদকে লন্ডনে নাগরিক সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১২:৫৩:১৩,অপরাহ্ন ০৩ অক্টোবর ২০১৯
বড়লেখার ডাক ডেস্ক :: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদকে যুক্তরাজ্যে বসবাসরত বড়লেখাবাসীর উদ্যোগে গত ৩০ সেপ্টেম্বর লন্ডনে এক নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যাবসায়ী ফখরুল ইসলাম জীবন ও নাজিম আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সংবর্ধিত অতিথি উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর আতাউর রহমান আতা, বীরমুক্তিযোদ্বা পীরজাদা হোসাইন আহমদ, আহমদ হোসেন, সাবেক কাউন্সিলর জয়নাল আহমদ, বিশিষ্ট কউমিনিটি নেতা আসাদ উদ্দিন, এটিএন বাংলা ওয়েস্ট মিডল্যান্ড এর ব্যুরো চীফ কায়সারুল ইসলাম সুমন, বিশিষ্ট সংগঠক আবু রহমান, সোহেল আহমেদ, তাজ উদ্দিন, ইউনুস মিয়া, মিফতাউর রহমান প্রিন্স, কেএম নাসির, সোহেল রহমান, মোহাম্মদ আলী, রুনু মিয়া, বেলাল আহমদ, আজিম উদ্দিন, নাজিম উদ্দিন, রুনু মিয়া, মইনুল আহমদ, জসিম উদ্দিন, লুৎফুর রহমান, লিয়াকত খান, জুসেল আহমদ সহ বড়লেখা উপজেলার সর্ব স্তরের প্রবাসীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সোয়েব আহমেদ বলেন, বড়লেখা উপজেলার প্রবাসীরা যেকোনো সমস্যার সম্মুখীন হলে উনাকে জানালে তিনি সর্বাত্বক সহযোগীতা করার চেষ্টা করবেন। তিনি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে প্রবাসীদের সহযোগীতা চেয়েছেন।