প্যারিসে যেন একখণ্ড শাহবাজপুর ! -আহমদ জুবায়ের লিটন
প্রকাশিত হয়েছে : ৪:৪০:৪১,অপরাহ্ন ০৪ সেপ্টেম্বর ২০১৯
আহমদ জুবায়ের লিটন॥ ফ্রান্সের রাজধানী প্যারিসে গত রবিবার পারিবারিক সফরে গেলে সেখানে বসবাসরত বড়লেখা উপজেলার শাহবাজপুরবাসী যে ভালবাসা দেখালো তাতে মনে হয়েছে যেনো চলে এসেছি প্রিয় জন্মভূমি শাহবাজপুরে।
রবিবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৭ টা পর্যন্ত ছায়ার মত সঙ্গ দিয়ে তারা বুজতেই দেননি এটা ভিনদেশ। কার কার নাম উল্লেখ করব তাতেও ভয় হচ্ছে যদি বাদ পড়ে যায় কোন স্নেহাস্পদের নাম। বিশেষ করে কয়েছ আহমদ বকুল, দেলোয়ার, শামীম, সুহেল রানা, মহি উদ্দিন সোহেল, লাল মিয়া সেই ভোর থেকে মধ্য রাত পর্যন্ত ছিলেন সাথে সাথে।
শাহবাজপুরের সন্তানেরা এই কর্মব্যাস্ত নগরীতেও সবকিছু ছেড়ে দিয়ে সার্বক্ষনিক খোঁজ নিয়ে যে ভালবাসার বন্ধনে আবদ্ধ করলো তা হৃদয়ে গাঁথা থাকবে আজীবন।
উত্তর শাহবাজপুর কল্যান সমিতি ফ্রান্স এর ব্যানারে ইলিয়াস আলী, সালাহ উদ্দিনরা যে জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করলো তা সত্যিই অতূলনীয়।
এখানের সবার নাম উল্লেখ করতে পারি নি বা সবার সাথের ছবিও দিতে পারি নি বলে কেউ মনক্ষুন্ন হবেন না । জীবনে অনেক দেশ সফর করেছি তবে ফ্রান্সের এই শাহবাজপুর প্রবাসীরা অন্তর থেকে যে ভালবাসা দেখিয়েছেন তা দৃষ্টান্ত হয়ে থাকবে। দোয়া করি সবাই ভাল থাকুন, ঐক্যবদ্ধ থাকুন পরিবারের ও এলাকার আর্থসামাজিক কল্যাণে নিয়োজিত থাকুন।
লেখক : ইউপি চেয়ারম্যান ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ, বড়লেখা।
[ফেসবুক পাতা থেকে সংগৃহীত ও কিঞ্চিৎ পরিমার্জিত- বিভাগীয় সম্পাদক।]