প্যারিসে ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটনকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১১:৪৯:৩৬,অপরাহ্ন ০৩ সেপ্টেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: ফ্রান্সে সফররত মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটনকে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার (০২ সেপ্টেম্বর) প্যারিসের গার্দোনে উত্তর শাহবাজপুর কল্যাণ সমিতি ফ্রান্স-এর উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সমিতির সভাপতি ইলিয়াস আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সংবর্ধিত অতিথি ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন।
সমিতির উপদেষ্টা কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, হাফেজ জামাল উদ্দিন।
স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ সালাহ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন বলেন, দল মতের উর্ধে থেকে উত্তর শাহবাজপুর কল্যাণ সমিতি ফ্রান্স- এলাকার উন্নয়নে যেসব কর্মকান্ড পরিচালনা করছেন তা প্রশংসার দাবী রাখে।তিনি ফ্রান্সে বসবাসরত উত্তর শাহবাজপুর ইউপির সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন সমিতির কার্যকরী পরিষদের সদস্য দেলওয়ার হোসেন, আব্দুল লতিফ সাজু প্রমুখ।
সভাপতির বক্তব্যে ইলিয়াস আলী এলাকায় ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটনের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রসংশা করে বলেন, দীর্ঘদিন পর নিজ এলাকার জনপ্রতিনিধিকে কাছে পেয়ে এখানে উপস্থিত প্রবাসীরা অত্যন্ত আনন্দিত ও আবেগাপ্লুত। এখানে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। তাতে দেশে এবং প্রবাসে আমাদের অনেক সমস্যার সমাধান হবে। তিনি সকলকে সমিতির সদস্য হয়ে আগামীতে একসাথে কাজ করার আহবান জানান।
সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সদস্য আনোয়ার হোসেন, ফয়ছল ইসলাম, শিমুল আহমদ, পারভেজ আহমদ, মোজাহিদুল ইসলাম, মাইজ উদ্দিন, হাসান আহমদ, শফিক উদ্দিন, সাইদুল আলম, মুছলিম উদ্দিন,আব্দুস সামাদ, রেজাউল করিম রাসেল, আবু তাহের, আতিকুর রহমান, আব্দুল হাদি, নাইম আহমদ, জাকারিয়া খান, রুহিন আহমদ, মারজান হোসেন, কবির আহমদ প্রমুখ।
পরে আয়োজকদের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট প্রদাণ করা হয়।