ইস্ট লন্ডনের আপটন পার্কে “ক্যাফে মুন এন্ড বাংলা খাবার” রেস্টুরেন্টের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ৯:০৩:৪৬,অপরাহ্ন ২৯ আগস্ট ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: ইস্ট লন্ডনের আপটন পার্ক টিউব স্টেশন এলাকার ক্রিসেন্ট রোডে “ক্যাফে মুন এন্ড বাংলা খাবার” নামে একটি রেস্টুরেন্টের উদ্বোধন হয়েছে। বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ৮ টায় ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন যুক্তরাজ্যে সফররত বড়লেখার উত্তর শাহবাজপুর ইউপি’র চেয়ারম্যান ও গ্রেটার বড়লেখা এসোসিয়েশন ইউকে’র সাবেক সভাপতি আহমদ জুবায়ের লিটন।
এসময় বড়লেখার বিশিষ্ট প্রবাসী ব্যক্তিত্ব সাইফুল ইসলাম, ব্যারিস্টার রোকন উদ্দিন, আব্দুস শুক্কুর, সিদ্দিকুর রহমান,কবির আহমেদ, খোকন মিয়া, জাহেদ আহমদ,সাদিক মিয়া,মাসুম আহমেদ, আব্দুল বারী, পংকি মিয়া, ক্যাফে মুন এন্ড বাংলা খাবার এর স্বত্বাধিকারী নাইম সহিদ আসুক প্রমুখ উপস্থিত ছিলেন।