বিশ্বখ্যাত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নের সুযোগ পেলেন বিয়ানীবাজারের আকরামুল
প্রকাশিত হয়েছে : ৬:০৮:১৬,অপরাহ্ন ২২ আগস্ট ২০১৯
উজ ডেস্ক : যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় অধ্যায়নের সুযোগ পেয়েছেন সিলেটের বিয়ানীবাজারের কৃতিসন্তান আকরামুল হক। সিলেট নগরীর বালুচর আরামবাগ এলাকার বসবাসরত তাজুল হক ও লিনা খানমের তৃতীয় সন্তান তিনি।
মেধাবী শিক্ষার্থী আকরামুল হক সিলেট খাজাঞ্চীবাড়ী ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ থেকে ৭ম শ্রেণি পর্যন্ত লেখাপড়ার পর যুক্তরাজ্যে গমন করেন। সেখানকার একটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০১৯ সালে সকল বিষয়ে এ প্লাস পেয়ে এ লেবেল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ লাভ করেছেন।
এ আকরামুলের এই সাফল্যে মাতা-পিতা ও আত্মীয়-স্বজনসহ এলাকাবাসী আনন্দিত। ইতিমধ্যে তার এই কৃতিত্বপূর্ণ সাফল্যের খবর যুক্তরাজ্যের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া প্রচারিত হয়েছে।
মেধাবী শিক্ষার্থী আকরামুল ভবিষ্যতে বিজ্ঞানী হয়ে মানবকল্যাণে ভূমিকা রাখতে চান।
আকরামুলের পিতা তাজুল হক বলেন, ছেলের ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।