প্যারিসে উত্তর শাহবাজপুর কল্যাণ সমিতির শিক্ষাসফর ও আনন্দ ভ্রমণ
প্রকাশিত হয়েছে : ১০:১৭:৫০,অপরাহ্ন ২১ আগস্ট ২০১৯
সংবাদ বিজ্ঞপ্তি : ফ্রান্সের প্যারিসে বসবাসরত বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়ন প্রবাসীদের নিয়ে গঠিত উত্তর শাহবাজপুর কল্যাণ সমিতির সদস্যদের নিয়ে এক শিক্ষাসফর ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। গত (১৯ আগস্ট ) স্সথানীয় সময় কাল ১০ টায় সমিতির সদস্যরা বাসযোগে Le Touquet des paris plage রওয়ানা দেন।
এসময় সমিতির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন বিগত বছরের সমিতির কার্যকলাপ তুলে ধরেন এবং সকলকে একসাথে কাজ করার আহবান জানান। সমিতির সভাপতি ইলিয়াস আলী ও উপদেষ্টা কামরুল ইসলাম,কার্যকরী কমিটির সদস্য দেলওয়ার হোসেন ও আব্দুল লতিফ সাজু সকলকে শিক্ষাসফরেে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ দেন এবং এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান,গরীর অসহায় মানুষের সহায়তায় সকলকে সমিতির সাথে কাজ করার আহবান করেন।সমিতির পক্ষ থেকে দৌড়,বেলুন ফাটানো,মোরগ লড়াই, চকলেট দৌড়,ফুটবল খেলাসহ সকলকে আনন্দ উপভোগ করার জন্য গান,কৌতুকের ব্যবস্হা করা হয় এবং প্রতিটি খেলায় আলাদাভাবে পুরষ্কার বিতরণ করা হয়।