বড়লেখায় ৪২জন গ্রাম ডাক্তারকে প্রশিক্ষণ শেষে সনদ প্রদান
প্রকাশিত হয়েছে : ৯:৪৭:৪৪,অপরাহ্ন ২৫ জুন ২০১৯
বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির রিফ্রেসার প্রশিক্ষণ বিভাগ এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। এতে বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকার ৪২ জন গ্রাম ডাক্তার অংশগ্রহণ করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শারমিন আক্তারের সভাপতিত্বে ও বিয়ানীবাজার গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি হযরত আলীর পরিচালনায় সনদপত্র বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় সমন্বয়কারী জুবায়ের মোহাম্মদ খান আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সিলেট বিভাগীয় (প্রশিক্ষণ) সমন্বয়কারী ডা. এমএম রহিম, বড়লেখা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি বেলাল আহমদ, প্রশিক্ষণ সমন্বয়কারী জগলু হোসেন, প্রশিক্ষণার্থী বাসুদেব দাস, সুমন চন্দ্র নাথ, রাখাল চন্দ্র দাস, লোকমান উদ্দিন আহমেদ, আরিফ হোসেন, আকিবুল হাসান প্রমুখ।