বড়লেখায় নাতনীকে ধর্ষণের অভিযোগে নানা কারাগারে
প্রকাশিত হয়েছে : ১:২০:৫১,অপরাহ্ন ৩১ আগস্ট ২০১৯
নিউজ ডেস্ক : বড়লেখায় নাতনীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় নানা জয়নাল মিয়াকে (৪১) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে তাকে গ্রেফতার করা হয়। খবর: সিলেট ভিউ
শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে তাকে আদালতে নেওয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে পুলিশ তাকে কারাগারে পাঠায়।
অভিযুক্ত জয়নাল মিয়া বড়লেখা উপজেলার কাঠালতলীর গ্রামের মৃত ফয়েজ আলীর ছেলে। অন্যদিকে নির্যাতনের শিকার ওই শিশুর বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত জয়নাল মিয়া ওই শিশুর দূর সম্পর্কের নানা হন। গত ১৪ আগস্ট ওই শিশু জয়নাল মিয়ার বাড়িতে বেড়াতে এলে জয়নাল মিয়া তাকে ধর্ষণ করেন। এই ঘটনায় ওই শিশুর বাবা বাদি হয়ে বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে জয়নাল মিয়াকে আসামি করে বড়লেখা থানায় একটি মামলা করেন।
বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফ উদ্দিন শুক্রবার (৩০ আগস্ট) রাত দশটায় বিষয়টি নিশ্চিত বলেন, মামলার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত জয়নাল মিয়াকে গ্রেফতার করা হয়। তাকে শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।