বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৪:৩৭:৪৪,অপরাহ্ন ২৭ এপ্রিল ২০২৪
বিশেষ প্রতিনিধি :: গত ২৫ এপ্রিল ২০২৪ইং রোজ বৃহস্পতিবার সন্ধা ৭ ঘটিকায় কুশিয়ারা কনভেনশন হলে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পররাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. এ. কে. আব্দুল মোমেন এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জনাব দেবজিৎ সিংহ, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোঃ জাকির হোসেন খান, পিপিএম, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোহাম্মদ মোবারক হোসেন, এফবিসিসিআই এর সাবেক ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ দোকান মালিক সমিতি এর সভাপতি জনাব শেখ মোঃ হেলাল উদ্দিন,সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি জনাব আফজাল রশিদ চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার আহবায়ক জনাব মাহি উদ্দিন আহমদ সেলিম, সিআইপি, সভা পরিচালনা করেন সদস্য সচিব জনাব আব্দুর রহমান রিপন।