কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ১১ প্রার্থীর মনোয়নপত্র দাখিল
প্রকাশিত হয়েছে : ৯:১৪:৩৬,অপরাহ্ন ১৬ এপ্রিল ২০২৪
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে কুলাউড়ার নির্বাচন আগামী ৮ মে অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে অংশগ্রহণের লক্ষে মনোয়নপত্র জমাদানের শেষ দিন ১৫ এপ্রিল বিকেল পজন্ত কুলাউড়া উপজেলা পরিষদের নির্বাচনে অংশনিতে তিন পদে ১১ প্রার্থী মনোয়নপত্র দাখিল করেছেন অনলাইনে। বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির কোন প্রার্থী এবার কুলাউড়া উপজেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহণের লক্ষে মনোয়নপত্র দাখিল করেননি।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনে চেয়ারম্যান পদে মনোয়নপত্র দাখিল করেছেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলমা রেনু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা আল ইসলা’র সাধারণ সম্পাদক বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোঃ ফজলুল হক খান সাহেদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামাল হাসান।
ভাইস চেয়ারম্যান পদে মনোয়নপত্র দাখিলকারীরা হচ্ছেন উপজেলা যুবলীগের সম্পাদক মো. মইনুল ইসলাম সবুজ, রাজকুমার কালোয়ার রাজু, পুরন উড়াং, মো. সাইফুল ইসলাম কুতুব, মো. আফজাল হোসেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোয়নপত্র দাখিলকারীরা হচ্ছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম।
মনোয়নপত্র দাখিলের শেষ দিনে অনেক প্রার্থীর সমর্থকেরা সকাল থেকে উপজেলা নির্বাচন অফিসের সম্মুখে জড়ো হন।