দক্ষিণভাগ (দ:) ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন আব্দুল লতিফ
প্রকাশিত হয়েছে : ১০:১৬:০০,অপরাহ্ন ২৯ মে ২০২৪
বিশেষ প্রতিনিধি :: বড়লেখা উপজেলার দক্ষিণভাগ (দ:) ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে প্রার্থী হচ্ছেন বিশিষ্ট সমাজসেবক, কাতার প্রবাসী আব্দুল লতিফ। জানা যায়, দক্ষিণভাগ (দ:) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আজির উদ্দিন গত ৮মে অনুষ্টিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্ধন্ধতা করার জন্য ইউনিয়ন পরিষদ থেকে পদত্যাগ করে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ওই ইউনিয়নে উপ-নির্বাচনের জন্য কিছু দিনের মধ্যে তফসীল ঘোষনা করা হবে। উক্ত উপনির্বাচনে প্রতিদ্ধন্ধিতা করার জন্য বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে জনসংযোগ ও উঠোন বৈঠক চালিয়ে যাচ্ছেন।
জোতির বন্দ গ্রামের মরহুম মৌলানা সজ্জাদুর রহমানের কনিষ্ট পুত্র আব্দুল লতিফ দীর্ঘদিন থেকে বন্যা-খরায় এলাকার মানুষের পাশে থেকে সহযোগিতা করে আসছেন বলে তার এলাকার ভোটাররা জানান, লতিফ ভাইকে এবার উপ-নির্বাচনে আমরা প্রার্থী করাবার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা ইতোমধ্যে লতিফ ভাইয়ের সাথে বৈঠক করেছি তিনি প্রার্থী হতে সম্মতি প্রকাশ করেছেন।
৪ বোন ২ ভাইয়ের মধ্যে সবার ছোট আব্দুল লতিফ বিবাহিত জীবনে ৩ ছেলে ও ১ মেয়ের জনক।