রাজনগরে ফের চেয়ারম্যান নির্বাচিত হলেন শাহজাহান খাঁন
প্রকাশিত হয়েছে : ৭:১৪:৫০,অপরাহ্ন ২২ মে ২০২৪
জেলা প্রতিনিধি, মৌলভীবাজার :: রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান শাহজাহান খাঁন কাপ-পিরিচ প্রতীক নিয়ে ৪০ হাজার ৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী রওনক আহমেদ অপু পেয়েছেন ২৪ হাজার ০৩ ভোট।
এ ছাড়া ভাইস-চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকের প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ফৌজি ২৩ হাজার ৬৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উড়োজাহাজ প্রতীকের প্রার্থী মহিম দে মধু পেয়েছেন ১৭ হাজার ৩৪ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে ৩৪ হাজার ৯৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন সুমাইয়া সুমি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বর্তমান ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী কলস প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৫১৫ ভোট।
জানা গেছে, ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত রাজনগর উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৮৭ হাজার ৫৫২। এরমধ্যে পুরষ ভোটার ৯৬ হাজার ১৪৯ এবং নারী ভোটার ৯১ হাজার ৪০৩ জন।