কুলাউড়ায় অর্ধকোটি টাকার ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করলেন মেয়র
প্রকাশিত হয়েছে : ১১:৪২:০৯,অপরাহ্ন ১৯ অক্টোবর ২০২৩
নিউজ ডেস্ক :: মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় ধারাবাহিক উন্নয়নকাজের অংশ হিসেবে ২নং ওয়ার্ডে রেলক্রসিং-ইসলামাবাদ কবরস্থান পর্যন্ত ৩০০ মিটার ড্রেনের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
গত ১৪ অক্টোবর আইইউআইডিপি প্রকল্পের আওতায় ৩৮ লক্ষ ৭৬ হাজার ১শত ৩৮ টাকা ব্যয়ে নির্মাণকাজের উদ্বোধন করেন পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী গৌরা দে, পৌরসভার কাউন্সিলর কায়সার আরিফ, সাইফুর রহমান সুমন, আতাউর রহমান চৌধুরী (ছোহেল), রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি মো. নজমুল হক, যুগ্ম সম্পাদক আব্দুল খালিক, মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি মো. মোর্শেদ আলমসহ পৌরসভার সহকারী প্রকৌশলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন কুলাউড়া উত্তর বাজার জামে মসজিদের ইমাম ও জামিয়া মুহাম্মাদিয়া দারুস সুন্নাহ মাদ্রসার প্রিন্সিপাল মাও. মাহমুদুর রহমান ইমরান। পরে ১৫ অক্টোবর একই প্রকল্পের (২য় পর্যায়ের) আওতায় পৌরসভার ১নং ওয়ার্ডের সোনাপুর গ্রামে ৯ লক্ষ ৬১ হাজার ৯৫ টাকা ব্যয়ে নির্মিত ৮০ মিটার ড্রেনের ফলক উন্মোচনের মাধ্যমে নির্মাণকাজের উদ্বোধন করেন মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।