ভারতীয় ভিসা সেন্টারে ফিঙ্গার প্রিন্ট দিলেন রিয়াদ
প্রকাশিত হয়েছে : ১০:৫০:২৮,অপরাহ্ন ২৮ আগস্ট ২০২৩
নিউজ ডেস্ক :: এশিয়া কাপের দলে জায়গা হয়নি অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের। আসন্ন বিশ্বকাপ দলে রিয়াদের জায়গা হবে কিনা, তা নিয়ে চলছে আলোচনা। এবারের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। বিশ্বকাপের জন্য ভারতের ভিসার আবেদনের কাজ সম্পূর্ণ করে রেখেছিলেন সাকিব-তাসকিনরা। সে সময় জাতীয় দলের সকল ক্রিকেটাররা ভিসার আবেদন করলেও করেননি মাহমুদুল্লাহ। তবে সোমবার কঠোর অনুশীলন শেষে ভারতীয় ভিসা সেন্টারে ফিঙ্গার প্রিন্ট দিয়ে এসেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। সতীর্থ খালেদ আহমেদকে সঙ্গে নিয়ে মিরপুরে ঘণ্টাখানেকের ব্যাটিং সেশন করেন মাহমুদুল্লাহ রিয়াদ।
জাতীয় দলের জার্সিতে ফেরার ক্ষুধা নেটে ব্যাটিং অনুশীলনে ফুটে উঠে। অনুশীলন শেষে বিশ্বকাপের জন্য ভিসার ফিঙ্গারপ্রিন্ট দিতে ভারতীয় ভিসা সেন্টারে ছুঁটে যান রিয়াদ। বিশ্বকাপে ক্রিকেটাররা যদি ইনজুরিতে পরে সেই জন্য ব্যাকআপ ক্রিকেটার প্রস্তুত রাখার ভাবনা হাথুরুসিংহের। স্কোয়াডের বাইরে মাহমুদুল্লাহ রিয়াদসহ আরও ৮-১০ জন ক্রিকেটারকে প্রস্তুত রাখা হয়েছে। রিয়াদের ভারতীয় ভিসা সেন্টারে যাওয়া প্রমাণ করে যে বিসিবির পরিকল্পনায় এখনও রয়েছেন তিনি।