কুলাউড়ায় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ১১:০৮:৫২,অপরাহ্ন ১৪ জুন ২০২৪
মৌলভীবাজার প্রতিনিধি: হাকালুকি হাওর তীরবর্তী কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের চিলারকান্দি এলাকায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ১৪ জুন শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ভূকশিমইল ইউনিয়নের চিলারকান্দি সোনার বাংলা স্পোর্টিং ক্লাব আয়োজিত এবারের নৌকা বাইচ প্রতিযোগিতায় মোট ১০টি দল অংশগ্রহণ করলেও চ্যাম্পিয়ন হয় স্বাধীন বাংলা স্পোটিং ক্লাব।
প্রতিযোগিতায় শেষে চিলারকান্দি সোনার বাংলা স্পোর্টিং ক্লাবের উপদেষ্ঠা আলমাছ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ভূকশিমইল ইউনিয়ন পরিষদের সদস্য মাহবুব হাসান জসিম। প্রতিযোগিতা দেখতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত লোকজনের উপস্থিতি ছিল লক্ষণীয়।