কমলগঞ্জ জুয়ার সরঞ্জাম ও টাকাসহ আটক-৪
প্রকাশিত হয়েছে : ৯:১৩:৫৭,অপরাহ্ন ০৫ মার্চ ২০২৩
শাহজাহান সাজু মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ থানা এলাকায় জুয়ার আসরে অভিযান পরিচালনা করে জুয়ার সরঞ্জামসহ ৪ জুয়ারিকে আটক করেছে পুলিশ।
কমলগঞ্জ থানার এএসআই সবুজ মিয়া, এএসআই শিতিল ঘোষ সঙ্গীয় ফোর্সসহ কমলগঞ্জ থানাধীন তিলকপুর এলাকা থেকে ১। আমিনুল ইসলাম (৪২), ২। শুকুর মিয়া (৪৫), ৩। ইউসুফ আলী (৫২)৷ ৪। আব্দুল মতলিব (৫৮) নামে ৪ জনকে জুয়ার আসর থেকে আটক করে।
গোপন সংবাদের ভিত্তিতে (৪ মার্চ) রাতে কমলগঞ্জ থানার ৭নং আদমপুর ইউনিয়নের অন্তর্গত তিলকপুর গ্রামে জনৈক মঙ্গল মিয়ার টিনসেড ঘরে অভিযান পরিচালনা করে জুয়ার আসর থেকে ৪ জনকে আটক করে এবং সেখান থেকে ৫২ টি তাস ও নগদ ১৫৭০ টাকা জব্দ করা হয়। এসময় পুলিশের উপস্তিতি টের পেয়ে ৫। মঙ্গল মিয়া(৪৮), ৬। ময়রু মিয়া (৫৫) এবং ৭। মতিবুর রহমান (২২) পালিয়ে যায়।
এ ঘটনায় আটককৃত ৪ জন এবং পলাতক ৩ জনের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় জুয়া আইনে একটি মামলা রুজু করা হয়েছে।