বড়লেখায় ইসলামী সাংস্কৃতিক সন্ধা
প্রকাশিত হয়েছে : ৯:৩২:২৩,অপরাহ্ন ০৮ ডিসেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক:: বড়লেখা উপজেলার তালিমপুর ইসলামী তরুণ সংঘের উদ্যোগে এক ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(০৭ডিসেম্বর) তালিমপুর বাহারপুর ঈদগাহ ময়দানে এই সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
এতে দেশের খ্যাতনামা ইসলামী সংগীত শিল্পীগণ সংগীত পরিবেশনা করেন। ব্যতিক্রমী এই আয়োজন দেখতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে জড়ো হন। হাজারো মানুষে পরিপূর্ণ হয়ে যায় ঈদগাহ ময়দান। সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত চলে হামদ, নাথ, কিরাত ,গজল কবিতা আবৃিত্তসহ নানা পরিবেশনা ।
এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ। বিশেষ অতিথি ছিলেন বড়লেখা পৌরসভার কাউন্সিলর জেহীন সিদ্দিকিসহ স্থানীয় রাজনৈতিক, সমাজিক, ধর্মীয় সংগঠনের নেতৃত্ববৃন্দ ও এলাকার মুরব্বিগন উপস্থিত ছিলেন।