প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ব্যঙ্গ, সিলেট থেকে আটক ১
প্রকাশিত হয়েছে : ৮:১০:৫৩,অপরাহ্ন ০৬ ডিসেম্বর ২০১৯
নিউজ ডেস্ক :: সোশ্যাল মিডিয়ায় ফেইসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী, বিভিন্ন মন্ত্রী, এবং আইন-শৃঙ্খলা বাহিনীর প্রধানদের কুরুচিপূর্ণ, অশ্লীল ছবি শেয়ার ও পোস্ট করে প্রচার করায় একজনকে আটক করেছে র্যাব-৯।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় নগরীর পূর্ব জিন্দাবাজার থেকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে তাকে আটক করে।
আটককৃত সুনামগঞ্জে ছাতক থানার গণেশপুর (বাহাদুরপুর) গ্রামের মৃত হারিস উদ্দিনের ছেলে মো. খালেদ মিয়া (৩৫)।
আটককৃত আসামীকে সুনামগঞ্জ জেলার ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান।