বড়লেখায় নজরুল ইসলাম প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
প্রকাশিত হয়েছে : ৮:৪১:৫৮,অপরাহ্ন ০৫ ডিসেম্বর ২০১৯
সংবাদ বিজ্ঞপ্তি :: মৌলভীবাজারের বড়লেখায় শিক্ষা ও সেবা ফাউন্ডেশন এর আয়োজনে অনুষ্ঠিত নজরুল ইসলাম প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০১৯ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিম আহমদ, ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ ছয়ফুল হক এবং পরিচালক (শিক্ষা) এমরান হোসেন নামুন স্বাক্ষরিত ফলাফল বিবরণী প্রকাশ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে শীঘ্রই আনুষ্ঠানিকভাবে বৃত্তি এবং সদনপত্র বিতরণ করা হবে।
প্রকাশিত ফলাফল অনুযায়ী উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ১১ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি লাভ করেছেন।
ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তরা হচ্ছেন-উপজেলার সিংহগ্রাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুমা তাহমিন, স্মৃতা ধর, কানিজ শুকরিয়া নুহা, মাহবুবা ইসলাম, সিদ্দিকা সিলমী,পাকশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সাফায়েত সরকার সৌরভ, ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী নুজহাতুল আক্তার নাফিছা এবং কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশরাফুল আলম সোহান।
সাধারণ বৃত্তিপ্রাপ্তরা হচ্ছেন- পাকশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাবিলা ইসলাম রাহমি, শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরাফাত হোসেন সাফী, সায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঋতু রানী চন্দ্র, মুড়াউল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাজকিয়া তাহসিন রাহা, বালিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তানজিলা জান্নাত, বড়খলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফারদিন ওমর, চিন্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাসফিয়া তাসনিম, কলাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাউদ হাসান, ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুরাধা দে, মোঃ নাসির উদ্দিন নাসির এবং বড়লেখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফারিয়া হোসেন।
এদিকে বৃত্তিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়েছেন শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিম আহমদ, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ ছয়ফুল হক, পরিচালক (শিক্ষা) এমরান হোসেন নামুন এবং বৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষক কুয়েত প্রবাসী সাংবাদিক নজরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য গত ০১ নভেম্বর উপজেলার কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা ও সেবা ফাউন্ডেশন , কাঠালতলীর আয়োজনে এবং কুয়েত প্রবাসী সাংবাদিক নজরুল ইসলামের একক পৃষ্ঠপোষকতায় শিক্ষা ও সেবা ফাউন্ডেশন নজরুল ইসলাম প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০১৯ এর পরীক্ষা গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৭৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।