কাঠালতলী হাইস্কুলের অভিভাবক সদস্য পদের নির্বাচন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৮:২০:৩২,অপরাহ্ন ০৩ ডিসেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক ::
বড়লেখা উপজেলার কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের ৪টি অভিভাবক সদস্য পদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।সোমবার(০২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সাধারণ অভিভাবকরা ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগণনা শেষে সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম। নির্বাচনে অভিভাবক সদস্য পদে গউছ উদ্দিন ২০৮ ভোট পেয়ে প্রথম, কয়েছ আহমদ ১৭০ ভোট পেয়ে দ্বিতীয়, মাসুক আহমদ ১৬৫ ভো পেয়ে তৃতীয় ও মোশাহিদ আহমদ ১৬০ ভোট পেয়ে চতুর্থ অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের প্রিসাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম সোমবার সন্ধ্যায় ৪ জন অভিভাবক সদস্য নির্বাচিত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।