বড়লেখায় সুজানগর ইউনিয়ন পরিষদে মা সমাবেশ
প্রকাশিত হয়েছে : ৪:৫৭:৩৩,অপরাহ্ন ৩০ নভেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক::
বড়লেখা উপজেলার সুজানগরে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার এবং মা ও নবজাতকের স্বাস্থ্য বিষয়ক কর্মসূচীর আওতায় শনিবার মা সমাবেশ অনুষ্ঠিত হয়। সুজানগর ইউনিয়ন পরিষদ ও বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপেক্স এ সমাবেশের আয়োজন করে। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শতাধিক গর্ভবতী মহিলা অংশগ্রহণ করেন।
সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলীর সভাপতিত্বে ও শৈলেস চন্দ্র নাথের পরিচালনায় অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোহেব আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহম্মদ হোসেন, মেডিকেল অফিসার ডা. শারমিন আক্তার, সহকারী মেডিকেল অফিসার ডা. আনজুমান আরা চৌধুরী, এনজিও সংস্থা পিএইচডি’র জেলা সমন্বয়কারী মুকিত হোসেন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সমীরন চন্দ্র দাস। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজানগর ইউপি সচিব শাহিন চৌধুরী, ইউপি সদস্য ফরমান আহমদ, সহিদ আহমদ, মোহাম্মদ নুর হোসেন, মহিলা সদস্যা রায়না বেগম, দেলোয়ারা বেগম, গ্রাম আদালত সহকারী আহমদ আলী আলাল, ইউনিয়ন তথ্য সেবা উদ্যোক্তা খলিলুর রহমান লিমন।