বড়লেখায় নতুন সড়ক আইনের সচেতনতায় নিসচা’র প্রচারণা
প্রকাশিত হয়েছে : ৭:৪৯:৫৩,অপরাহ্ন ২৮ নভেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক ::
বড়লেখায় নতুন সড়ক আইন সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন জায়গায় প্রাচীরপত্র লাগানো হয়েছে। নিরাপদ সড়ক চাই (নিসচা’র) ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার দিবাগত রাতে বড়লেখা উপজেলার শাখার উদ্যোগে এ প্রচারণা চালানো হয়।
প্রচারণার অংশ হিসেবে ওই রাতে বড়লেখা উপজেলার বিছরাবাজার, দাসেরবাজার, চান্দগ্রাম, গোয়ালটাবাজার ও পৌরশহর এলাকায় যানবাহনসহ বিভিন্নস্থানে পোস্টার লাগানো হয়।
এ সময় গণমাধ্যমকর্মী তপন কুমার দাস, নিরাপদ সড়ক চাই (নিসচা’র) বড়লেখা শাখার আহবায়ক তাহমীদ ইশাদ রিপন, সদস্য সচিব আইনুল ইসলাম, কার্যকরী সদস্য আব্দুল আজিজ, শ্রমিক নেতা মো. মাছুম আহমদ ও সমাজকর্মী নাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।