বড়লেখায় মানবাধিকার সচেতনতা বিষয়ক প্রচারণা
প্রকাশিত হয়েছে : ৯:১৩:৫৫,অপরাহ্ন ২৬ নভেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক ::
বড়লেখায় মানবাধিকার সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ নভেম্বর) উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারশাইল ও বেরেঙ্গা পানপুঞ্জির আদিবাসী খাসিয়া জনগোষ্ঠীর মাঝে প্রচারণা চালানো হয়।
ইউএনডপি’র ইয়ুথ লিডার্স এই প্রচারণার আয়োজন করে। প্রচারণা তত্তাবধান করেন বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা অভিযান’র প্রোগ্রাম অফিসার ও সমাজকর্মী তামলিমন বারে।