শাহবাজপুরে নির্মাণাধীন মুক্তিযোদ্ধা চত্বর পরিদর্শনে নাগরীলিপি গবেষক মোস্তফা সেলিম
প্রকাশিত হয়েছে : ৬:০৮:২৪,অপরাহ্ন ২৬ নভেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক ::
দেশের খ্যাতিমান প্রকাশক, লেখক ও নাগরীলিপি গবেষক মোস্তফা সেলিম বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুরে নির্মাণাধীন মুক্তিযোদ্ধা চত্বর পরিদর্শন করেছেন। সোমবার (২৫ নভেম্বর) বিকেলে শাহবাজপুরে নির্মাণাধীন মুক্তিযোদ্ধা চত্বর পরিদর্শনে ঢাকা থেকে আসেন তিনি।
সরেজমিনে নির্মাণাধীন মুক্তিযোদ্ধা চত্বর অবলোকনকালে তিনি এই উদ্যোগকে স্বাগত জানান এবং এর মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা, মাতৃভূমির প্রতি মুক্তিযোদ্ধাদের অপরিসীম ত্যাগ ও সংগ্রামের চেতনায় উদ্বুদ্ধ হতে নতুন প্রজন্মকে অনুপ্রাণীত করবে বলে মত প্রকাশ করেন।
–এ বিষয়ে আরও পড়ুন
→ বড়লেখার শাহবাজপুরে মুক্তিযোদ্ধা চত্ত্বর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর
→শাহবাজপুর মুক্তিযোদ্ধা চত্বর-একটি আত্মতৃপ্ত পবিত্র উচ্চারণ
→শাহবাজপুরে মুক্তিযোদ্ধা চত্বর উদ্বোধন বিষয়ে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময়
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সিলেট মহানগর সভাপতি অধ্যাপক আব্দুল জলিল, শাহবাজপুর স্কুল এন্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহমদ জামাল উদ্দিন, সিলেট মিডিয়ার সভাপতি আহমেদ বকুল, সমাজসেবক মো. রফিক উদ্দিন আহমদ প্রমুখ।