বড়লেখায় নিখোঁজ মাদ্রাসা ছাত্র ঢাকা থেকে উদ্ধার, দীর্ঘ ১০ দিনের উদ্বেগ-উৎকন্ঠার অবসান
প্রকাশিত হয়েছে : ৭:৫৫:১০,অপরাহ্ন ২৪ নভেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক ::
বড়লেখায় নিখোঁজ মাদ্রাসা ছাত্র আহনাফ হাসান তালহাকে শনিবার সন্ধ্যায় ঢাকার কোতোয়ালী থানা পুলিশ উদ্ধার করেছে। গত ১৪ নভেম্বর সকালে মাদ্রাসায় যাওয়ার পথে সে নিখোঁজ হয়েছি। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে গত ১৮ নভেম্বর থানায় জিডি করেন তার দাদা মাওলানা আব্দুল কাদির। মাদ্রাসা ছাত্র তালহা উদ্ধারের মাধ্যমে তার বাবা-মা-সহ স্বজনদের মধ্যে দীর্ঘ ১০ দিন ধরে বিরাজমান অজানা আশংকা ও নানা উদ্বেগ-উৎকন্ঠার অবসান হলো।
জানা গেছে, মৌলভীবাজারের বডলেখা উপজেলার সুজানগর ইউনিয়নের জামেয়া ইসলামীয়া দারুল উলুম আজিমগঞ্জ (টাইটেল) মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র আহনাফ হাসান তালহা (১৪)। সে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির পূর্ব দক্ষিণভাগ গ্রামের মাওলানা মোহাম্মদ উবায়দুল¬াহ’র ছেলে এবং অধ্যয়নরত মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল কাদিরের নাতি। গত ১৪ নভেম্বর (শনিবার) সকাল ন’টায় কাঠালতলী গ্রামে নানাবাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়। কিন্তু মাদ্রাসায় না পৌঁছায় তাকে খোঁজাখুজি শুরু হয়। সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও কোন সন্ধান না পাওয়ায় তার দাদা মাওলানা আব্দুল কাদির গত ১৮ নভেম্বর বড়লেখা থানায় সাধারণ ডায়রি করেন।
বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হক রোববার বিকেলে জানান, বড়লেখা থেকে মাদ্রাসা ছাত্র তালহা নিখোঁজের ঘটনায় জিডির পরই তিনি বিভিন্ন থানায় যোগাযোগ করতে থাকেন। অবশেষে ঢাকা কোতোয়ালী থানা পুলিশ শনিবার বিকেলে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে তার অভিভাবকদের নিকট খবর পাঠায়। অভিভাবকরা তাকে বাড়ি নিয়ে এসেছেন। নিখোঁজ হওয়ার ব্যাপারে বড়লেখা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।