বড়লেখায় দরিদ্র ৬০ শিশুকে বিনামূল্যে সুন্নতে খৎনা
প্রকাশিত হয়েছে : ১১:৩৮:৪৮,অপরাহ্ন ২২ নভেম্বর ২০১৯
সংবাদ বিজ্ঞপ্তি ::
বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নে হাকালুকি কওমি উলামা পরিষদের উদ্যোগে ৬০জন দরিদ্র শিশুকে বিনামূল্যে সুন্নতে খৎনা করানো হয়েছে। শুক্রবার ( ২২ নভেম্বর) হাকালুকি উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে শায়খুল হাদিস আল্লামা আব্দুল কাদিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।
হাকালুকি কওমি উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ ও বায়তুলমাল সম্পাদক আব্দুল কাইয়ুমের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. তাজ উদ্দিন,খেলাফত মজলিস বড়লেখা উপজেলা শাখার সভাপতি মাওলানা কাজী এনামুল হক,মাওলানা ফয়জুর রহমান, মাওলানা আজিজুর রহমান,
এম এম আতিকুর রহমান,পরিষদের সভাপতি মাওলানা সিদ্দিক আহমদ, মাওলানা আব্দুস সালাম, মাওলানা ফারুক আহমদ,
মাওলানা মুতিউর রহমান ,মাওলানা বশির আহমদ,মাওলানা হুসাইন আহমদ, মাওলানা আশিকুর রহমান, মাওলানা লুতফুর রহমান, মাওলানা এমাদ উদ্দিন,মাওলানা খালেদ আহমদ, মাওলানা আব্দুস শহিদ,মাওলানা আব্দুল বাছিত,মাওলানা শামসুল ইসলাম, মাওলানা মসতাক আহমদ, মাওলানা মনসুর আহমদ, ছাত্র মজলিস মৌলভীবাজার সাবেক জেলা শাখার সাধারণ সম্পাদক এনামুল হক, বড়লেখা উপজেলা সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমান, ইমদাদুল হক, নুরুল আলম, শিপার আহমদ, মেহেদী হাসান, হাফিজ সিরাজ,লাবিব সিদ্দিকী প্রমুখ।