দেখে নিন মাধ্যমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল
প্রকাশিত হয়েছে : ৮:৫৪:২৭,অপরাহ্ন ২০ নভেম্বর ২০১৯
অনলাইন ডেস্ক ::
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার লিখিত অংশের ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার বিকেলে এক বিশেষ সভা শেষে পিএসসি এ বিষয়ে সিদ্ধান্ত জানায়।
পিএসসি সূত্র জানায়, লিখিত পরীক্ষায় ৭ হাজার ১৬১ জন পাস করেছেন। এখন তাঁদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৩৫ হাজার ২৯৩ জন।
পিএসসি চেয়ারম্যান মো. সাদিক বলেন, পিএসসি এবারই প্রথমবারের মতো মাধ্যমিকের সহকারী নিয়োগ পরীক্ষা নিজস্ব তত্ত্বাবধানে গ্রহণ করেছে। সঠিক সময়ে মৌখিক পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে। তিনি জানান, বিভিন্ন বিষয়ের ১২ ক্যাটাগরির বিপরীতে ১ হাজার ৯৯৯ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
প্রসঙ্গত গত ০৬ সেপ্টেম্বর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকার ১৭০টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।