বড়লেখায় প্রবাসীর বাড়ির কেয়ারটেকারকে হত্যার হুমকি
প্রকাশিত হয়েছে : ৭:২১:১৪,অপরাহ্ন ২০ নভেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক ::
বড়লেখায় কাতার প্রবাসী আব্দুল লতিফের বাড়ির কেয়ারটেকার নানু মিয়াকে হত্যার হুমকি দিয়েছে মাদক মামলায় জামিনে থাকা আসামী মোস্তফা উদ্দিন। এব্যাপারে ভুক্তভোগী নানু মিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। মঙ্গলবার বিকেলে পুলিশ অভিযোগের তদন্ত সম্পন্ন করেছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার কলজুরা গ্রামের কাতার প্রবাসী আব্দুল লতিফের কৃষি জমিতে ফসলাদি ফলাতেন জ্যোতিরবন্দ গ্রামের মৃত মদরিছ আলীর ছেলে মোস্তফা উদ্দিন। গত ২৬ সেপ্টেম্বর সমনবাগ বাজার এলাকা থেকে পুলিশ ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ লিটার মদসহ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। সম্প্রতি মোস্তফা উদ্দিন জেল থেকে জামিনে বেরিয়ে বিভিন্ন স্থানে প্রচার করেন প্রবাসী আব্দুল লতিফ তাকে পুলিশ দিয়ে গ্রেফতার করিয়ে জেল কাটিয়েছেন। প্রবাসী আব্দুল লতিফও তার কৃষি জমি মোস্তফাকে আর চাষাবাদ করতে দেননি। এতে ক্ষীপ্ত হয়ে সে প্রবাসীর বাড়ির কেয়ারটেকার নানু মিয়াকে ওই বাড়িতে না যেতে নির্দেশ দেয়। তিনি কাতার প্রবাসী আব্দুল লতিফের বাড়িসহ অন্যান্য বিষয়-আসয় দেখাশুনা অব্যাহত রাখলে গত ১৩ নভেম্বর মোস্তফা উদ্দিন প্রকাশ্যে রাস্তায় নানু মিয়াকে দা দিয়ে কুপিয়ে হত্যার হুমকি দেয়। এছাড়াও জামিনে থাকা আসামী মোস্তফা উদ্দিন কাতার প্রবাসী আব্দুল লতিফের স্ত্রী ও দুই ছেলেকে নানাভাবে হুমকি ধমকি দিচ্ছে।
বড়লেখা থানার এএসআই পিযুষ দাস জানান, মঙ্গলবার তিনি সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে অভিযোগ তদন্ত করে প্রাথমিক সত্যতা পেয়েছেন।