বড়লেখায় বিদ্যালয়ের দপ্তরি বহিষ্কারের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ৫:৩৮:৫১,অপরাহ্ন ১৭ নভেম্বর ২০১৯
বড়লেখার ডাক প্রতিনিধি:: বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের চিন্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী আব্দুল আজিজকে বিদ্যালয় থেকে বহিষ্কারের অপচেষ্টা চালানোর প্রতিবাদে মানব বন্ধন করা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকালে বড়থল-চিন্তাপুর এলাকার সাধারণ জনগণ ও অভিভাবকদের ব্যানারে রতুলী-আজিমগঞ্জ সড়কের নয়াগ্রামে এই মানব বন্ধন করা হয়।
দেলোয়ার হোসেন ফারুকের সঞ্চালনায় মানব বন্ধন সমাবেসে বক্তারা বলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও এসএমসির সভাপতি মিলে দপ্তরী কাম প্রহরী আব্দুল আজিজের বিরুদ্ধে নানা অনিয়মের কথা তোলে তাকে চাকরি থেকে বহিষ্কারের অপচেষ্টা করা হচ্ছে। আমরা বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসী মিলে এই ঘৃণ্য অপচেষ্টার বিরুদ্ধে এ মানববন্ধনের আয়োজন করেছি। আমাদের শান্তিপূর্ণ মানববন্ধন যাতে না হয় সেজন্য প্রধান শিক্ষিকা অঞ্জনা রানী দে আমাদের এলাকার লোকদের ফোনে হুমকি এবং পুলিশের ভয় দেখিয়ে মানববন্ধনে আসা থেকে বিরত রাখার চেষ্টা করেন। কিন্তু তারপর ও এলাকার আপামর জনসাধারণ নারী-পুরুষ মিলে এই অসহায় দপ্তরি আব্দুল আজিজের বহিষ্কারের অপচেষ্টার বিরুদ্ধে মানববন্ধনে শামিল হয়েছে। আজকে আমাদের একটাই দাবি আব্দুল আজিজকে স্বপদে বহাল রেখে বিদ্যালয়ের শান্তিপূর্ণ কার্যক্রম চালিয়ে যাওয়ার আহবান করছি।
মানববন্ধন সমাবেসে অন্যদের মধ্যে বক্তব্য দেন,চিন্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী আব্দুল আজিজ ছাড়াও তার মাতা বাছিরুন বেগম, এসএমসির সদস্য জালাল উদ্দিন, তাজ উদ্দিন শেখ, আজির উদ্দিন, খন্দকার আখই, মারফত মিয়া, মুতলিব আলী, মর্তুজা আহমদ প্রমুখ।