বড়লেখায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে হিজাব বিতরণ
প্রকাশিত হয়েছে : ১০:৩৮:৫১,অপরাহ্ন ১৬ নভেম্বর ২০১৯
সংবাদ বিজ্ঞপ্তি :: মৌলভীবাজারের বড়লেখায় শনিবার (১৬ নভেম্বর) দুপুরে বড়লেখা জামেয়া ইসলামীয়া কাঠালতলী টাকি মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে হিজাব বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন বড়লেখা পাবলিকেশন সোসাইটির উদ্যোগে এগুলো বিতরণ করা হয়।
এতে সহযোগিতা করেন সংগঠনের উপদেষ্টা মুহিবুর রহমান, দাতা সদস্য দেলওয়ার হোসেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহতাব আল মামুন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম।
মাদ্রাসার শিক্ষক ক্বারী মাওলানা আবুল ইউসুফের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এ উপলক্ষে মাদ্রাসা মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য দেন মাদ্রসার উপাধ্যক্ষ মাওলানা একরাম আলী।
সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি সিরাজুল ইসলাম শিরুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ লতিফের সঞ্চালনায় বক্তব্য দেন পাবলিকেশন সোসাইটির উপদেষ্টা গণমাধ্যমকর্মী সুলতান আহমদ খলিল প্রমুখ।
এসময় মাদ্রাসার সহসভাপতি মাহমুদ আলী ও সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, সংগঠনের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ তুহেল, সহকারী প্রচার সম্পাদক ফাহিম আহমেদ, এমরান আহমদ, জাকারিয়া মাহমুদ প্রমুখ।