বড়লেখায় ফ্রি চক্ষু শিবির
প্রকাশিত হয়েছে : ৭:৫৮:৩১,অপরাহ্ন ১৬ নভেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক::মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় শনিবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। বড়লেখা পৌরসভার উদ্যোগে ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের তত্বাবধানে পৌরসভা মিলনায়তনে এর আয়োজন করা হয়। সকালে বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী প্রধান অতিথি হিসেবে চক্ষু শিবিরের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার প্যানেল মেয়র আলী আহমদ চৌধুরী জাহেদ। কাউন্সিলর কবির আহমদের সঞ্চালনায় এতে বক্তব্য দেন ডা. নুসরাত মেহজাবিন, দেওয়ান রুহুল আমিন চৌধুরী, আব্দুল মান্নান, মো. মাহমুদুল হাসান, কাউন্সিলর রেহান পারভেজ রিপন প্রমুখ।
চক্ষু শিবিরে ৬০০ জন রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। এ ছাড়া ১০০ জন রোগীকে চোখ অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। ওইসব রোগীদের রবিবার থেকে বিএনএসবি চক্ষু হাসপাতালের তত্বাবধানে পর্যায়ক্রমে অপারেশন করা হবে।