কমলগঞ্জে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১:১১:৩৪,অপরাহ্ন ১৬ নভেম্বর ২০১৯
মো. মালিক মিয়া, কমলগঞ্জ:: মৌলভীবাজারের কমলগঞ্জে নিপা পাল (১৬) নামে দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নিপা উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগান এলাকার সাধন পালের মেয়ে ও ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী। সে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকালের কোন এক সময় ঘরে কেউ না থাকার সুযোগে নিপা দরজা খুলা রেখেই ঘরের তীরের সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে শুক্রবার রাত ৮ টার দিকে কমলগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) ফরিদ মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে নিপার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের পিতা সাধন পাল জানান, নিপা এবারের এসএসসি পরীক্ষার জন্য ফরম ফিলাপ করেছে, বাড়ির কারো সাথেও তার কোন মনোমালিন্য হয়নি, কি কারণে মেয়েটি আত্মহত্যা করলো তাই বুঝতেছিনা।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর রহমান স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য শনিবার সকালে লাশ মর্গে পাঠানো হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।