বড়লেখায় লাইসিয়াম স্কুলের অভিভাবক সদস্যকে বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ৮:৩১:০০,অপরাহ্ন ১৫ নভেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখায় শুক্রবার (১৫ নভেম্বর) রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের অভিভাবক সদস্য মসরুর আলম চৌধুরীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। স্থায়ীভাবে যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে তাকে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়। রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল ও কলেজ পরিবার যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
এ উপলক্ষে স্কুল মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ইকবাল আহমদ। প্রতিষ্ঠানের হিসাব সহকারী জায়েদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী।
অন্যদের মাঝে বক্তব্য দেন বড়লেখা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নিয়াজ উদ্দীন, সংবর্ধিত অতিথি বিদ্যালয়ের অভিভাবক সদস্য মসরুর আলম চৌধুরী, অভিভাবক সদস্য মো. রিয়াজুল ইসলাম, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির শিক্ষানুরাগী সদস্য মো. জয়নাল আবেদীন, দাতা সদস্য দুদু মিয়া, অভিভাবক শামীম আহমদ ও শিক্ষক রশিদ আহমদ খান প্রমুখ। এই সময় অভিভাবক সদস্য সাফিয়া রহমান, অভিভাবক ইকবাল হোসেন স্বপন, আশরাফ উদ্দিন বাঁধন ও শম্পা চন্দ দেব, শিক্ষক বিজয় দাস, কৃপেশ দেব নাথ, সংগীত শিক্ষক টিটু কুমার দেবনাথসহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।