বড়লেখায় ৩০ কিশোরীকে সেলাই মেশিন প্রদান
প্রকাশিত হয়েছে : ৭:৩৭:১৫,অপরাহ্ন ১৪ নভেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক :মৌলভীবাজারের বড়লেখায় বে-সরকারি সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের (সিএনআরএস) সূচনা প্রকল্পের আওতায় কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত কিশোরীদের সেলাই মেশিন প্রদান করা হয়েছে। ‘‘বাংলাদেশে অপুষ্টির চক্র, প্রতিরোধে একটি প্রয়াস’’ এই স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে বর্ণি ও বড়লেখা সদর ইউনিয়নের ৩০ জন প্রশিক্ষিত কিশোরীকে এ সেলাই মেশিন দেয়া হয়। বৃহস্পতিবার বড়লেখা উপজেলা পরিষদ সভা কক্ষে এ অনুষ্ঠান হয়েছে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। সূচনার উপজেলা সমন্বয়কারী সৈয়দ আব্দুস সামাদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. তাজ উদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি প্রণয় কুমার দে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শারমীন আক্তার, বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনাম উদ্দিন, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সূচনার পুষ্টি কর্মকর্তা আল আমিন, পর্যবেক্ষণ কর্মকর্তা তৌহিদ কামাল তাপস ও ইউনিয়ন সমন্বয়কারী আবু তালেব, শফিউল্লাহ, কিশোরী ক্লাবের সদস্য মাহমুদা আক্তার, মাছুমা আক্তার প্রমুখ।