জুড়ী কলেজের অধ্যক্ষসহ ৩ শিক্ষক ও ১ মেধাবী ছাত্রকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ৯:৪২:১১,অপরাহ্ন ১৪ নভেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক : জুড়ী টিএন খানম একাডেমি সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ অরুণ চন্দ্র দাস, উপাধ্যক্ষ ফরহাদ আহমেদ ও সহকারী অধ্যাপক আব্দুল হাই বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্টত্ব অর্জনের জন্য গুনি ৩ শিক্ষক ও মেডিকেলে চান্স পাওয়া ১ মেধাবী ছাত্রকে বুধবার জুড়ী ছাত্র কল্যাণ পরিষদ সংবর্ধনা দিয়েছে।
জুড়ী ছাত্র কল্যাণ পরিষদের এমদাদ আহমদের সভাপতিত্বে ও জাহিদ হাসান মারুফের পরিচালনায় কলেজ হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রেষ্ট অধ্যক্ষ অরুণ চন্দ্র দাস। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন জুড়ী টিএন খানম সরকারী ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ফরহাদ আহমেদ, ইসলামীক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আবদুল হাই। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জুড়ী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক বেলাল হোসাইন, জালালাবাদ সম্মাননা যুব অর্গানাইজেশন ঢাকার প্রচার-সম্পাদক সিরাজুল ইসলাম রিপন, ক্লাবের সহ-সভাপতি এহসানুল হাসান জুমান, সাধারণ সম্পাদক আরিফ আহমদ প্রমুখ।