বড়লেখা প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে দরিদ্র রোগীকে আর্থিক সহায়তা প্রদান
প্রকাশিত হয়েছে : ৯:২৪:৩১,অপরাহ্ন ১১ নভেম্বর ২০১৯
এ উপলক্ষে সোমবার দুপুরে বড়লেখা উপজেলা পরিষদের হলরুমে নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের প্রভাষক ওলিউর রহমানের সভাপতিত্বে ও
নিরাপদ সড়ক চাই বড়লেখা উপজেলা শাখার সদস্য সচিব আইনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে নগদ অর্থ বিতরণ করেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সুলতান আহমদ খলিল, ব্লাড ডোনেট ক্লাবের সভাপতি নুরুল ইসলাম বাবলু, ইনসাফ রক্তদান সংস্থার সহ-সভাপতি তোফায়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম ইকবাল, শাহরিয়ার হোসেন তাওফিক, জুবেল আহমদ প্রমুখ ।
পরে অসুস্থ শিশু রোগীর পিতার নিকট চিকিৎসা বাবত নগদ অর্থ তুলে দেওয়া হয়।