ব্যাপক উন্নয়নের কারণে মানুষ এখন আ’লীগের উপর আস্থাশীল
প্রকাশিত হয়েছে : ৭:২৫:৪১,অপরাহ্ন ১০ নভেম্বর ২০১৯
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তারা বলেছেন- আওয়ামী লীগের বিপদের কর্মীরা কমিটিতে স্থান পাবে, বিপদে বিমান-চড়া কর্মীদের কমিটিতে ঠাঁই নাই। আওয়ামী লীগ হলো জন-বান্ধব দল। সাধারণ মানুষের জন্য কাজ করে তাই বাংলাদেশের মানুষ বার বার আওয়ামী লীগের নৌকায় ভোট দিয়ে সরকার বানিয়েছে। সরকারের ব্যাপক উন্নয়নের কারণে মানুষ এখন আওয়ামী লীগের উপর আস্থাশীল ।
বিএনপি হলো দুর্নীতিবাজ, হামলাবাজ, চাঁদাবাজ ও ডাকাতের দল। তাঁর প্রমাণ বিএনপির চেয়ারপার্সন এখন দুর্নীতির মামলায় কারাগারে। ছেলে দলের ভাইস চেয়ারম্যান সাজাপ্রাপ্ত হয়ে দেশ ছেড়ে পলাতক।
বিএনপির এখন যে জন বিচ্ছিন্ন তা তাদের বিভিন্ন কর্মসূচিতে ফুটে উঠে। খালেদা জিয়া আন্দোলনের ডাক দিয়ে বলেছিলেন সবাই রাস্তায় নেমে আসুন। কিন্তু কোনো মানুষ রাস্তায় নামেনি।
দীর্ঘ ১৫বছর পর কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনের প্রথম অধিবেশন রোববার (১০ নভেম্বর) স্থানীয় ডাক বাংলা মাঠে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মো. আব্দুল মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনুর পরিচালনায় অনুষ্ঠিতব্য সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত রয়েছেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান, কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক মো. আজিজুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান ও অধ্যাপক রফিকুর রহমান, মৌলভীবাজার জেলা কমিটির সাবেক সভাপতি এমপি আব্দুস শহীদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।