বড়লেখার দক্ষিণভাগ মোহাম্মদীয়া টাইটেল মাদ্রাসা পরিচালনা কমিটির পুনর্গঠন
প্রকাশিত হয়েছে : ৩:১৬:৩৫,অপরাহ্ন ১০ নভেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক::বড়লেখা উপজেলার দক্ষিণভাগ মোহাম্মদীয়া দারুল হাদিস টাইটেল মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও পরিচালনা কমিটি পুনর্গঠনের সভা শনিবার মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত হয়।
দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ব্যবসায়ী তাজ উদ্দিন লতা মিয়ার সভাপতিত্বে ও মাদ্রাসার মোহতামিম মাওলানা কাওছার আহমদ এবং দোহালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম সামছুল হকের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জামেয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ টাইটেল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল কাদির, মাদ্রাসা পরিচালনা কমিটির পুনঃমনোনীত সভাপতি ইমান উদ্দিন, ইউপি আওয়ামী লীগের সভাপতি ছমির উদ্দিন, ইউপি মেম্বার মুহিবুর রহমান কামাল, ইউপি মেম্বার আজিজুল ইসলাম, সমাজসেবক ফজলুল রহমান ফজলু, হাজী আব্দুল হক, আব্দুল জব্বার, আমির উদ্দিন, আব্দুস সামাদ, আব্দুল বাছিত, প্রবীণ মুরব্বি আব্দুল গনি, মইন উদ্দিন মইন, কাতার প্রবাসী ব্যবসায়ী ও অভিভাবক সফিক উদ্দিন, তাজ উদ্দিন, অভিভাবক সদস্য আছাদ উদ্দিন আছাই, হাফেজ খলিলুর রহমান সাহীন, ফয়জুর রহমান ফয়জু, উসমান আলী প্রমুখ।
পরে সর্বসম্মতিতে মাদ্রাসা পরিচালনার কমিটির সাবেক সভাপতি ইমান উদ্দিনকে পুনরায় সভাপতি মনোনীত করে তিন বছর মেয়াদী নতুন কমিটি ঘোষণা করা হয়।