সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক:: বড়লেখায় উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ প্রতিযোগিতার আয়োজন করে । সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কুইজ প্রতিযোগিতার লিখিত পরীক্ষা হয়। এতে ১৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। পরীক্ষা শেষে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে প্রথম হয়েছে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় হয়েছে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় ও তৃতীয় হয়েছে দাসেরবাজার উচ্চ বিদ্যালয়। পরে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া বিদ্যালয়ের শিক্ষার্র্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপক চন্দ্র দাস, গণমাধ্যমকর্মী তপন কুমার দাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শাখাওয়াৎ হোসেন, শিক্ষক শুক্লব দে প্রমুখ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন