বড়লেখায় নতুন সড়ক নিরাপত্তা আইনের প্রচারপত্র বিলি
প্রকাশিত হয়েছে : ৬:৪০:১৩,অপরাহ্ন ০৭ নভেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরে চালক ও সাধারণ মানুষের মাঝে নতুন সড়ক নিরাপত্তা আইন নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারপত্র বিলি করেছে পুলিশ। বড়লেখা ট্রাফিক বিভাগের উদ্যোগে এগুলো বিলি করা হয়।
সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শহরের দক্ষিণবাজার, মধ্যবাজার ও স্টেশন রোড এলাকায় গাড়ি চালক ও বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ মানুষের মাঝে প্রচারপত্র বিলি করা হয়। এসময় ট্রাফিক বিভাগের কুলাউড়া জোনের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. রফিকুল ইসলাম, বড়লেখা ট্রাফিক বিভাগের উপ-পরিদর্শক মো. সাইদুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক ফেরদৌস আলম ও মো. জগলু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।