বড়লেখায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ৭:১০:১২,অপরাহ্ন ০৬ নভেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: ‘সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ, দুর্যোগ মোকাবেলার সর্বোত্তম উপায়’ প্রতিপাদ্যে মৌলভীবাজারের বড়লেখায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার(০৬ নভেম্বর) বড়লেখা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান।
বড়লেখা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন ম্যানেজার অনুপ কুমার সিংহ জানান, ০৬ নভেম্বর থেকে শুরু হওয়া ফায়ার সার্ভিস সপ্তাহ শেষ হবে আগামী ১২ নভেম্বর। কর্মসূচির অংশ হিসেবে প্রচারাভিযান, সমাবেশ, মহড়া প্রদর্শন ছাড়াও যান্ত্রিক র্যালি করা হবে ।