বড়লেখায় ২ কোটি ৭৪ লাখ টাকার কাজের লটারি সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১১:৪৩:৫৭,অপরাহ্ন ০৫ নভেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের বড়লেখায় গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই উন্নয়নের লক্ষে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের আওতায় চারটি প্যাকেজ কাজের লটারি হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই লটারি সম্পন্ন হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় এর আয়োজন করে। ২০১৯-২০ অর্থ বছরের ৫ কিলোমিটারের পৃথক কাজগুলোতে সরকারের ব্যয় হবে ২ কোটি ৭৪ লাখ টাকা।
এসময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হামিদুর রহমান শিপলু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, হাওলাদার আজিজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, সাংবাদিক আব্দুর রব, ঠিকাদার জাহিদুল ইসলাম মামুন, শাহাজান আহমদ, আব্দুল লতিফ প্রমুখ।