বড়লেখায় জাতীয় যুব দিবস পালন
প্রকাশিত হয়েছে : ১১:৪৫:৪০,অপরাহ্ন ০৫ নভেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা হয়েছে। পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দাসেরবাজার এ অনুষ্ঠানের আয়োজন করে।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের কার্যালয় থেকে র্যালী বের করা হয়।
র্যালী শেষে র্কাযালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন।
এতে সভাপতিত্ব করেন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মো. আলতাফ হোসেন। শাখা ব্যবস্থাপক মো. বাদল হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন এমআইএস কর্মকর্তা জয় কুমার সরকার, সমাজ উন্নয়ন কর্মকর্তা আবু হানিফ রানা, উন্নয়ন কর্মকর্তা নাবিল আহমেদ খান, সংগঠনের ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন প্রমুখ।